kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

কক্সবাজার সৈকতে শুরু ঘুড়ি উৎসব

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার   

২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধুর জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদ, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন ও কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে ‘বিশ্বের বিস্ময় বাঙালির জয়—এই বাংলা মুজিবময়’ এই প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারে শুরু হয়েছে বঙ্গবন্ধুর শততম জন্মোৎসবের নানা আয়োজন। এ উপলক্ষে গতকাল বুধবার তিন দিনব্যাপী শোভাযাত্রা, ঘুড়ি উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন কবি মুহম্মদ নুরুল হুদা।

পরে একই কর্মসূচির আওতায় স্থানীয় সাংস্কৃতিককেন্দ্রে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কবি আসলাম সানি বক্তব্য দেন। এর আগে মুজিববর্ষ উপলক্ষে আর্ট ক্লাব আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

মন্তব্যসাতদিনের সেরা