kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

আরো ২৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ১৪৯৩

নিজস্ব প্রতিবেদক   

২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো ২৩ জনের মৃত্যু

দেশে করোনায় আরো ২৩ জনের মৃত্যু ঘটেছে গত ২৪ ঘণ্টায়। একই সময় আরো এক হাজার ৪৯৩ জন শনাক্ত হয়েছে এবং সুস্থ হয়েছে আরো এক হাজার ৬১০ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে চার লাখ তিন হাজার ৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছে তিন লাখ ১৯ হাজার ৭৩৩ জন ও মারা গেছে পাঁচ হাজার ৮৬১ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২.০৮ শতাংশ এবং মোট শনাক্তের হার ১৭.৫৫ শতাংশ। সুস্থতার হার ৭৯.৩১ শতাংশ ও মৃত্যুহার ১.৪৫ শতাংশ। এদিকে ২৪ ঘণ্টায় মৃত ২৩ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও চারজন নারী। যাদের বয়স ৩১ থেকে ৪০ বছরের তিনজন, ৪১ থেকে ৫০ বছরের দুজন, ৫১ থেকে ৬০ বছরের দুজন এবং ষাটোর্ধ্ব ১৬ জন। এদের মধ্যে ১৬ জন ঢাকা বিভাগের, পাঁচজন চট্টগ্রাম বিভাগের, একজন করে খুলনা ও রংপুর বিভাগের।

 

মন্তব্যসাতদিনের সেরা