kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

বঙ্গবন্ধু রেল সেতু

ভিত্তিপ্রস্তর ২৯ নভেম্বর

সিরাজগঞ্জ প্রতিনিধি ও ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশে শিগগিরই শুরু হচ্ছে বঙ্গবন্ধু ডুয়াল গেজ রেল সেতুর নির্মাণকাজ। আগামী ২৯ নভেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান নির্ধারণে গতকাল বুধবার সিরাজগঞ্জের সয়দাবাদ আসেন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারের সয়দাবাদ স্টেশন ও সেতু গোলচত্বর এলাকা পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে বঙ্গবন্ধু সেতুর সঙ্গে যে রেললাইন রয়েছে সেটি সিঙ্গেল লাইনের। এই লাইনে ১০ থেকে ১২ কিলোমিটারের বেশি গতিতে ট্রেন চালানো যায় না। ফলে সময় অনেক নষ্ট হয়। ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। জাপানের জাইকার অর্থায়নে ২০২৫ সালের মধ্যে নতুন রেল সেতুটির নির্মাণকাজ শেষ করা হবে। নতুন রেল সেতুতে ডাবল লাইন রাখা হয়েছে। একসঙ্গে দুই দিক থেকে ট্রেন চলাচল করতে পারবে ১২০ কিলোমিটার গতিতে। এতে দেশের পূর্বাঞ্চলের সঙ্গে পশ্চিমাঞ্চলের যোগাযোগ আরো সহজ হবে এবং আর্থ-সামাজিক অবস্থার আরো উন্নয়ন ঘটবে।’

মন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণে টেন্ডারসহ সব প্রক্রিয়া শেষ করা হয়েছে। এ ছাড়া রেলওয়েকে গতিশীল করতে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল রেললাইন নির্মাণে পৃথক একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলমসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

 

মন্তব্যসাতদিনের সেরা