kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

‘ভোটকেন্দ্রে যতই রক্তচক্ষু থাকুক মোকাবেলা করব’

নিজস্ব প্রতিবেদক   

২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, জনগণ বিএনপির সঙ্গে ছিল, আছে এবং থাকবে। ১২ নভেম্বর সেটা প্রমাণ করে দেবে। সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। আমাদের নেতাকর্মীরা কেন্দ্রে থাকবেন। যতই রক্তচক্ষু থাকুক, আমরা সেটা মোকাবেলা করব। সরকারের সব অন্যায়-অবিচার, দুর্নীতি, সন্ত্রাস, মিথ্যা মামলা ও নির্যাতনের জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দেবে। ধানের শীষকে বিজয়ী করবে। গতকাল মঙ্গলবার দুপুরে উত্তরা ৯ নম্বর সেক্টরে গণসংযোগ শেষে এস এম জাহাঙ্গীর হোসেন এ কথা বলেন।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, ওমর ফারুক শাফিন, গাজীপুর মহানগর বিএনপির নেতা সুমন সরকার, ছাত্রদলের রফিকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল, আমিনুর রহমান আমিন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের গাজী রেজাউল হক রিয়াজসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।

মন্তব্যসাতদিনের সেরা