kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

মাশরুমের সম্ভাবনা কাজে লাগাতে হবে

নিজস্ব প্রতিবেদক   

২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাশরুমের সম্ভাবনা কাজে লাগাতে হবে

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে অর্থকরী ফসল মাশরুম চাষের সম্ভাবনা অনেক বেশি। এ সম্ভাবনাকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। দেশের বেশির ভাগ মানুষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, ভূমিহীন। তাঁদের মাশরুম চাষে সম্পৃক্ত করতে পারলে কর্মসংস্থান ও আয়ের পথ তৈরি হবে। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে সারা দেশের মাশরুম চাষি ও উদ্যোক্তাদের সঙ্গে এক মতবিনিময়সভায় মন্ত্রী এসব কথা বলেন। ‘মাশরুম চাষের সমস্যা, সম্ভাবনা ও সমাধান’ শীর্ষক এ সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম এবং অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আব্দুর রাজ্জাক বলেন, মাশরুম চাষ সম্প্রসারণ ও জনপ্রিয় করতে পারলে দেশের অর্থনীতিতে তা বড় ভূমিকা রাখতে পারবে।

 

মন্তব্যসাতদিনের সেরা