kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

খিলক্ষেতে দুর্ঘটনায় দুই যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক   

২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর খিলক্ষেতে গতকাল মঙ্গলবার পৃথক দুর্ঘটনায় দুই যুবক মারা গেছেন। নিহত ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন (৩০) ও অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি (আনুমানিক ৩০)।

নিহত জসিমের শ্যালক জুয়েল জানান, গতকাল গ্রামের বাড়ি থেকে উত্তরবাড্ডার সাঁতারকুলে জুয়েলের বাসায় বেড়ানোর জন্য আসছিলেন জসিম। দুপুরে বাস থেকে নেমে খিলক্ষেত পুলিশবক্সসংলগ্ন রেললাইনে পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন জসিম। এদিকে গতকাল ভোর ৬টার দিকে খিলক্ষেতের ৩০০ ফিট অস্ট্রেলিয়ান স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। তাঁর পড়নে ছিল খয়েরি রঙের শার্ট ও কালো প্যান্ট। খিলক্ষেত থানার এএসআই মো. দেলোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে কোনো যানবাহনের চাপায় এই ঘটনা ঘটেছে।

 

মন্তব্যসাতদিনের সেরা