kalerkantho

শুক্রবার । ৮ মাঘ ১৪২৭। ২২ জানুয়ারি ২০২১। ৮ জমাদিউস সানি ১৪৪২

ভাঙ্গারির দোকানে বিস্ফোরণে দগ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক   

২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর মোহাম্মদপুরে একটি ভাঙ্গারির দোকানে বিস্ফোরণে দোকানটির মালিকসহ সাতজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল মঙ্গলবার দুপুরে বেড়িবাঁধ ভাঙা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন ভাঙ্গারি দোকানের মালিক আব্দুল আলিম, কর্মচারী আমির হোসেন, ফারুক, সাইদুর রহমান এবং পাশের দোহর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী কাইউম, সুরুজ ও রাসেল। ভাঙ্গারি দোকানের মালিক আব্দুল আলিম জানান, গতকাল দুপুরে পারফিউমসহ বিভিন্ন ধরনের বোতল কম্প্রেসর মেশিনে প্রেস করার সময় বিস্ফোরণ ঘটে। এতে দোকানের ভেতরে থাকা তিনিসহ চারজন দগ্ধ হন এবং পাশের দোকানের তিনজন দগ্ধ হন।

 

মন্তব্যসাতদিনের সেরা