সিলেট মহানগর পুলিশের নতুন কমিশনার নিশারুল আরিফ বলেছেন, সিলেট বন্দরবাজার ফাঁড়িতে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু অনভিপ্রেত ও অপ্রত্যাশিত। ঘটনার সঙ্গে পুলিশসহ জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। গতকাল মঙ্গলবার রাতে নিহত রায়হান আহমদের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গতকাল সন্ধ্যার পর সিলেট আসেন নতুন কমিশনার। এরপর তিনি হজরত শাহজালালের মাজারে যান। সেখানে এশার নামাজ পড়ে মাজার জিয়ারত করে সরাসরি রায়হানের আখালিয়ার বাড়িতে যান। পুলিশ কমিশনার সেখানে রায়হানের মা সালমা বেগম ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সান্ত্বনা দেন। পরে রাত পৌনে ৯টায় রায়হানের বাড়িতেই সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশ কমিশনার। পুলিশ কমিশনার বলেন, ‘অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।’
মন্তব্য