রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন। রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট গতকাল মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাষ্ট্রপতির উপপ্রেসসচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ১৪ অক্টোবর রাষ্ট্রপ্রধান স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য দুবাই যান। সংযুক্ত আরব আমিরাতের আমেরিকান হাসপাতালে রাষ্ট্রপতির চিকিৎসা চলে। সূত্র : বাসস।
মন্তব্য