kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি থামাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক   

২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি থামাল পুলিশ

হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির প্রতিবাদে গতকাল ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে বিশাল মিছিল নিয়ে গুলশানের দিকে রওনা হন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছলে পুলিশ তাঁদের আটকে দেয়। ছবি : কালের কণ্ঠ

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে গতকাল মঙ্গলবার ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়ে। সকালে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশের পর ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে বিশাল মিছিল নিয়ে গুলশানের দিকে রওনা হন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। দুপুর ১২টা নাগাদ মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর হয়ে শান্তিনগর মোড়ে পৌঁছলে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেয়।

এ সময় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে চরমোনাই পীর সবাইকে শান্ত করেন। পরে নেতারা পুলিশের সঙ্গে কথা বলে তাঁদের কর্মসূচি সেখানে শেষ করে। এ সময় কয়েক হাজার নেতাকর্মীকে স্লোগান দিতে দেখা যায়। সেখানে একই ইস্যুতে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম দলের পরবর্তী কর্মসূচি হিসেবে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ-সমাবেশ ও মিছিল, শুক্রবার সারা দেশের প্রতিটি মসজিদ থেকে ইমাম ও খতিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল এবং ১৩ নভেম্বর দোলাইরপাড়ে মূর্তিবিরোধী সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে সকালে বায়তুল মোকাররম এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ফ্রান্স সরকার মুসলিম উম্মাহর কলিজায় আঘাত করেছে। অবিলম্বে ব্যঙ্গচিত্র প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে।

 

মন্তব্যসাতদিনের সেরা