সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উচ্চতর ডিগ্রি এখন থেকে সার্ভিস বুকে যুক্ত হবে। এতে প্রায় দেড় লাখ শিক্ষকের উচ্চতর ডিগ্রি সার্ভিস বুকে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হলো। ফলে তাঁদের ১৩তম গ্রেড পেতে আর কোনো বাধা থাকল না। গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সাধারণত চাকরিতে যোগদানকালে যেসব সনদ জমা দেন এবং কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ অর্জন করলে তা সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু অনেক শিক্ষক অধ্যয়নরত থাকাকালে চাকরিতে যোগদান করেছেন এবং পরে চাকরিরত অবস্থায় অধ্যয়ন সম্পন্ন করেছেন। এ ছাড়াও অনেক শিক্ষক নৈশকালীন বা খণ্ডকালীন কোর্স সম্পন্ন করেছেন, কিন্তু অসচেতনতার কারণে কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করেননি। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া যদি কোনো শিক্ষক শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা অর্জন করেন সেসব সনদ যাচাই করে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করা হবে। তবে এখন থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জনের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করতে হবে।
শিক্ষকরা বলছেন, আগে প্রাথমিকের সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে নারীদের জন্য উচ্চ মাধ্যমিক ও পুরুষদের জন্য স্নাতক ডিগ্রি নির্ধারণ করা ছিল। এই পদে ৬০ শতাংশ শিক্ষকই নারী। ফলে তাঁদের বড় অংশই উচ্চ মাধ্যমিক পাস করে এই চাকরিতে আসেন। পরে অনেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
মন্তব্য