kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

মামুনদের বাড়িতে আহাজারি থামছেই না

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমধ্য আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত শান্তিরক্ষা মিশনের সদস্য আব্দুল্লাহ আল-মামুন শাহিনের বাড়িতে চলছে শোকের মাতম। বাকরুদ্ধ মা-বাবার আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাতাস। নির্বাক স্ত্রী আর অবুঝ সন্তানের চোখমুখেও তাকানো যাচ্ছে না। শোকে হতবিহ্বল ভাই ও একমাত্র ছোট বোন। সিরাজগঞ্জ পৌর এলাকার বিএ কলেজ রোডের বিন্দুপাড়া মহল্লার আব্দুস সাত্তারের বড় ছেলে মামুন গত রবিবার মধ্য আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন।  তিন ভাই আর এক বোনের সংসার তাঁদের ভালোই চলছিল। পরিবারে একমাত্র সরকারি চাকরিজীবী বলতে মামুনই ছিলেন। ছোট ভাই একটি বেসরকারি কম্পানিতে চাকরি করেন। আরেক ভাই লেখাপড়া করেন। ছোট বোন আশার বিয়ে হয়ে গেছে। সেনা সদস্য হিসেবে চাকরিতে যোগ দেন মামুন। পরে পদোন্নতি পেয়ে হন ল্যান্স করপোরাল। ছোটবেলায় স্থানীয় পিটিআই ও পরে এসবি রেলওয়ে কলোনি স্কুলে লেখাপড়া করেন মামুন।

মন্তব্যসাতদিনের সেরা