kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

পীর হাবিবের বাসায় হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, কলামিস্ট ও বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানের ঢাকার উত্তরার বাসায় গুজব ছড়িয়ে হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘হৃদয়ে বগুড়া’র আয়োজনে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। সংগঠনের সমন্বয়কারী ও বগুড়া প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুস সালাম বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য  দেন দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আসাদুর রহমান দুলু, বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, আমিনুল ইসলাম ডাবলু, আমজাদ হোসেন মিন্টু, আবু সাঈদ সিদ্দিকী, অধ্যক্ষ ডা. এস এম মিল্লাত হোসেন, মহসীন আলী রাজু, লিমন বাসার, আব্দুর রহমান টুলু প্রমুখ। বক্তারা বলেন, রাজনৈতিক ভাষ্যকার ও তুখোর বিশ্লেষক পীর হাবিবুর রহমান দেশে-বিদেশে তাঁর লেখনী ও টক শোর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সত্য প্রকাশে আপসহীন হওয়ার কারণেই তাঁর বিরুদ্ধে হীন চক্রান্ত চলছে।

মন্তব্যসাতদিনের সেরা