kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

৫২ লাখ টাকা নিয়ে গাঢাকা

ঝালকাঠি প্রতিনিধি   

২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিদেশ পাঠানোর কথা বলে ১৬ জনের কাছ থেকে ৫২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে ঝালকাঠির এক আদম ব্যবসায়ী গাঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা এ অভিযোগ করেন। জামাল মোল্লা নামের ওই ব্যবসায়ী টাকা ফেরত না দিয়ে উল্টো মেরে ফেলার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নোয়াখালীর চাটখিলের বাসিন্দা নূর মোহাম্মদ মানিক। এ সময় প্রতারণার শিকার চাটখিলের ১৬ জন বাসিন্দা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে বলা হয়, ঝালকাঠি সদরের হিমানন্দকাঠির জামাল মোল্লা ঢাকার গুলশানে জে এস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক। তিনি নেপালে শ্রমিক পাঠানোর কথা বলে গত বছর বিভিন্ন সময় নোয়াখালীর চাটখিল উপজেলার ১৬ জনের কাছ থেকে ৫২ লাখ ৫০ হাজার টাকা নেন। পাসপোর্টও জমা নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিনেও নেপাল পাঠাতে পারেননি।

মন্তব্য