kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

লৌহজংয়ে মণ্ডপ পরিদর্শনে এমপি এমিলি

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলৌহজংয়ে মণ্ডপ পরিদর্শনে এমপি এমিলি

দুর্গোৎসব উপলক্ষে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি লৌহজংয়ের ৩১টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। গতকাল সোমবার দিনভর মণ্ডপ পরিদর্শনের সময় তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, ‘যার যার ধর্ম সে সে পালন করবে। বর্তমান সরকারের আমলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। হিন্দু-মুসলিম আমরা মিলেমিশে এ দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব। দেশের উন্নয়নের জন্য আমরা একত্র হয়ে কাজ করব।’ এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, লৌহজংয়ের ওসি মো. আলমগীর হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা