kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রীর জন্য দ্বীপেও আজ পাকা সড়ক

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি   

২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রধানমন্ত্রীর জন্য দ্বীপেও আজ পাকা সড়ক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আজ দ্বীপেও পাকা সড়ক হচ্ছে। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে গ্রামকে শহরে রূপান্তর করা হচ্ছে। গতকাল ভোলার চরফ্যাশন উপজেলার কুকরি মুকরিতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি উপজেলার বিচ্ছিন্ন নৈসর্গিক দ্বীপ কুকরি মুকরিতে লঞ্চঘাট থেকে বাজার পর্যন্ত পাকা সড়ক এবং পল্লী বিদ্যুতের সাবস্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে জ্যাকব বলেন, গ্রামের মানুষকে অবহেলিত রেখে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়, এটা প্রধানমন্ত্রীর কথা। ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ বাস্তবায়ন করতে গ্রামের মানুষকে শহরের মতো নাগরিক সুবিধা দিতে হবে।

 

মন্তব্যসাতদিনের সেরা