kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

অটো প্রমোশন ভুল সিদ্ধান্ত : নজরুল

নিজস্ব প্রতিবেদক   

২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘অটো প্রমোশন সরকারের ভ্রান্ত সিদ্ধান্ত। কারণ তারা সব চালু করে দিয়েছে। সবই চলতে পারবে, শুধু পরীক্ষা নেওয়া যাবে না—এই যুক্তি ধোপে টিকবে না।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমন্বয় কমিটির উদ্যোগে ‘পরীক্ষা ছাড়াই এসএসসি পরীক্ষার রেজাল্ট : শিক্ষাব্যবস্থার ওপর প্রভাব পর্যালোচনা’ শীর্ষক আলোচনাসভায় নজরুল এসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক কামরুল আহসান। সংগঠনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার পরিচালনায় সভায় সাংবাদিক শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ বক্তব্য দেন। নজরুল বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনেই আমরা পরীক্ষা নিতে পারতাম, সংক্ষেপে নিতে পারতাম। সরকার বলে দিল, সব পাস।’

মন্তব্যসাতদিনের সেরা