চট্টগ্রাম সেনানিবাসের দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে (ইবিআরসি) বাংলাদেশ সেনাবাহিনীর রিক্রুট ব্যাচ ২০২০-২-এর শপথ গ্রহণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সেনাবাহিনীতে যুক্ত হলেন এক হাজার ৪২৮ জন নবীন সেনা। গতকাল রবিবার এ অনুষ্ঠানে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড-এর জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইএসপিআর জানায়, সুশৃঙ্খল ও মনোজ্ঞ এ কুচকাওয়াজ অনুষ্ঠানে রিক্রুটদের সর্বমোট ১২টি কন্টিনজেন্ট অংশগ্রহণ করে। রিক্রুট ব্যাচ ২০২০-২-এর এক হাজার ৪২৮ জন রিক্রুটের মধ্যে সব বিষয়ে চৌকস নৈপুণ্য প্রদর্শনের জন্য রিক্রুট মো. হাসিবুল হাসান শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন। প্রধান অতিথি শ্রেষ্ঠ রিক্রুটসহ অন্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া এবং জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন, কমান্ড্যান্ট, বাংলাদেশ মিলিটারি একাডেমি, কমান্ড্যান্ট, দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার এবং সেন্টারের সব অফিসার, জেসিও, এনসিও এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
মন্তব্য