নড়াইলে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ কুমার রায়কে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত শনিবার রাতে তাঁর স্ত্রী নিভা রানী পাঠক অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে নড়াইল সদর থানায় মামলাটি করেছেন।
এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কোনো ক্লুও উদ্ধার হয়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির তিন কেয়ারটেকারসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
নড়াইল সদর উপজেলার তুলরামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে গত শুক্রবার রাত নয়টার দিকে শয়নকক্ষ থেকে ওই শিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
মন্তব্য