kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

ভিজিট ভিসায় কাজের উদ্দেশ্যে বিদেশ গমন রোধে উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকর্মসংস্থানের উদ্দেশ্যে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বিদেশে যাওয়া ঠেকাতে একটি সমন্বিত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে গতকাল রবিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রবাসী কল্যাণ ডেস্কের উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তাতে অভিবাসীসংক্রান্ত আইন-বিধি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরগুলোর কার্যক্রম এবং প্রবাসী কল্যাণ ডেস্কের কার্যক্রম তুলে ধরা হয়। বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার মোহাম্মদ ফরহাদ হোসেন খান পিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইমিগ্রেশন পুলিশ, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ বিমান, এয়ার এরাবিয়াসহ বিভিন্ন বিমান সংস্থার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এয়ারপোর্ট সার্ভিসেস এজেন্ট, প্রবাসী কল্যাণ ডেস্ক, জনশক্তি অফিসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা