সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, করোনা মহামারির সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। গতকাল রবিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুস্থদের মাঝে অনুদানের অর্থ বিতরণকালে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই অনুদান দেওয়া হয়। এর আগে চর ফ্যাশন প্রেস ক্লাবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চরফ্যাশনের ৯ সাংবাদিকের হাতে সহায়তার চেক তুলে দেন সাবেক উপমন্ত্রী জ্যাকব। সেখানে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সবার উন্নয়নের পাশাপাশি সংবাদকর্মীদের পাশেও দাঁড়িয়েছেন।’ তিনি বলেন, ‘সংবাদকর্মীদের জন্য ভোলায় বহুতল ভবন নির্মাণ করে দেওয়া হয়েছে। চরফ্যাশনে সংবাদকর্মীদের দোতলা পর্যন্ত ভবনের কাজ সম্পন্ন হয়েছে।’ জ্যাকব জানান, মুসল্লিদের জন্য জ্যাকব টাওয়ারের পাশে অত্যাধুনিক মসজিদ নির্মাণ করা হচ্ছে। সেখানে একসঙ্গে সাড়ে চার হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এদিকে গতকাল বিকেলে বেগম রহিমা ইসলাম ডিগ্রি কলেজ মাঠে ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন জ্যাকব।
মন্তব্য