kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

সংখ্যালঘু বলে নিজেদের দুর্বল ভাববেন না

নিজস্ব প্রতিবেদক ও নোয়াখালী প্রতিনিধি   

২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসংখ্যালঘু বলে নিজেদের দুর্বল ভাববেন না

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সংখ্যালঘু বলে আপনারা নিজেদের দুর্বল ভাববেন না। এ দেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প তারাই ছড়ায়, যারা আবহমান কাল থেকে এ দেশে চর্চিত সম্প্রীতির বীজতলা নষ্ট করতে চায়। কৃত্রিম সমস্যা তৈরি করে সাম্প্রদায়িক দূরত্ব বাড়িয়ে দিতে চায়। আমাদের বরাবরের মতো সতর্ক থাকতে হবে।’ দুর্গাপূজা উপলক্ষে গতকাল রবিবার নোয়াখালীর বসুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘নিজ ধর্মের অনুশীলনের পাশাপাশি অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল আচরণ করতে হবে। এর মাধ্যমে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব।’

বিএনপি শাসনামলে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘তারা যে নৃশংসতা চালিয়েছিল, তা একাত্তরে হানাদার বাহিনীর নির্যাতনকেও হার মানিয়েছিল। আজ তারা সম্প্রীতির কথা বলে, মানবাধিকারের কথা বলে।’

অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ধর্ষণসহ যেকোনো সামাজিক অপরাধের বিরুদ্ধে দল-মত-নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং এই ঘৃণ্য অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের পথ বন্ধ করতে হবে।’

পরে ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে ঢাকেশ্বরী মন্দিরে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

 

মন্তব্যসাতদিনের সেরা