kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

সরকার ৫ শতাংশ মানুষের উন্নয়ন করছে : নজরুল

নিজস্ব প্রতিবেদক   

২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘দেশের অর্থনৈতিক উন্নতি হয়েছে বলে সরকারের কিছু ব্যক্তি খুব আনন্দ পান। কিন্তু দেশের অর্থনীতিবিদদের বক্তব্যে কিংবা গবেষণা প্রতিবেদনে আমরা কী দেখছি? আমরা দেখছি, বাংলাদেশের মাত্র ৫ শতাংশ মানুষের হাতে দেশের ৯৫ শতাংশ সম্পদ রয়েছে। তাহলে এই উন্নয়ন কার? এই উন্নয়ন ওই ৫ শতাংশ মানুষের।’

গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি এসব মন্তব্য করেন। বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘রুখো আগ্রাসন, হটাও দুঃশাসন’ শীর্ষক এই সভা আয়োজন করা হয়।

নজরুল বলেন, ‘দেশে দারিদ্র্য বাড়ছে, দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে। বেকারত্ব বাড়ছে, ভূমিহীন মানুষের সংখ্যা বাড়ছে। তাহলে উন্নয়নটা কোথায়? বড় বড় সেতু, বড় বড় বাড়ি, চমৎকার গাড়ি—এগুলো তো উন্নয়নের প্রমাণ নয়।’

অনুষ্ঠানে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, “আপনাকে যখন আঘাত করতে আসবে, তখন আপনারও আত্মরক্ষার অধিকার রয়েছে। আর কত মার খাবেন! ‘ডু অর ডাই’ লড়াইয়ের জন্য প্রস্তুত হন।”

মন্তব্য