সংঘবদ্ধ জাল টাকা কারবারি চক্রের আরো ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত দুই দিনে রাজধানীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকা, জাল ডলার ও জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি সূত্র জানিয়েছে, দুর্গাপূজাকে সামনে রেখে সারা দেশে জাল টাকা কারবারিরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
গতকাল শনিবার সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
মন্তব্য