kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

‘দেশে এখনো করোনার প্রথম ঢেউ চলছে’

নিজস্ব প্রতিবেদক   

২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে‘বাংলাদেশে এখনো করোনার প্রথম ঢেউ চলছে। সংক্রমণের হার ১৫ থেকে ১৮ শতাংশের মধ্যে উঠানামা করছে। এটা আবার ২০ শতাংশের উপরে উঠতে শুরু করলে তখন দ্বিতীয় ঢেউ আসার কথা বলা যাবে। করোনা শুরু হওয়ার পর প্রথম শীতকাল আসছে। শীতের মধ্যে করোনা কেমন আচরণ করে, সেটা আমরা এখনো জানি না। এ জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’ 

আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে ‘করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ও আমাদের করণীয়’ শীর্ষক এক ওয়েবিনারে গতকাল শনিবার এ কথা বলেন দেশের বিশিষ্ট ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম। ওয়েবিনারে বক্তারা করোনাভাইরাসের চলমান প্রথম ঢেউ এবং সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এবং  শুধু সরকারের একক পদক্ষেপ নয়; বরং এর সঙ্গে বিভিন্ন স্টেকহোল্ডার, বেসরকারি এনজিও, কমিউনিটি লিডার, যুবসমাজ  এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ব্যাপকভিত্তিক সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘করোনা শুরু হওয়ার পর পৃথিবীর সব দেশকে নানা প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। কিন্তু আমরা আগে থেকে প্রস্তুত থাকার কারণে পূর্ব পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয়েছিল। এই লক্ষ্যে সরকার মানুষকে সচেতন করার উদ্যোগও নেয়। আর এ ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয় অনেক বড় ভূমিকা পালন করে।’

দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় ওয়েবিনারটিতে বিভিন্ন সংস্থা থেকে আগত বিশিষ্ট ব্যক্তি এবং সাংবাদিক উপস্থিত ছিলেন। হেলথ অ্যান্ড হাসপাতালের পরিচালক ডা. এম এইচ চৌধুরী লেলিন বলেন, করোনার প্রথম ঢেউ পুরোপুরি নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রথম ঢেউ মোকাবেলা করতে গিয়ে যেসব ভুলত্রুটি হয়েছে, সেগুলো পর্যালোচনা করতে হবে, যাতে পরবর্তী সময়ে আর এই ভুলগুলো না হয়।

ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘করোনা আমাদের স্বাস্থ্যগত ঝুঁকির পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক ঝুঁকিও তৈরি করেছে। বিশ্বব্যাপী এই ভাইরাসের দ্বিতীয় ঢেউ আমরা এখন লক্ষ করছি। ইউরোপ-আমেরিকাতে এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রতিদিন বাড়ছে। আমাদের দেশেও দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার আশঙ্কা আছে।’

 

 

মন্তব্যসাতদিনের সেরা