করোনাকালে ৫০ শতাংশ টিউশন ফি মওকুফের দাবিতে বিক্ষোভ করেছেন মনিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকরা। গতকাল শনিবার রাজধানীর রূপনগর শাখার সামনের সড়ক অবরোধ করে তাঁরা এ বিক্ষোভ করেন। এর আগে গত বুধবার মনিপুর স্কুলের প্রধান শাখার (বালক) সামনে ৬০ ফিট সড়কে বিক্ষোভ করেন তাঁরা। অভিভাবকরা জানান, করোনায় অনেক অভিভাবক আর্থিক সংকটে রয়েছেন। অনেকে সন্তানের টিউশন-পরীক্ষার ফি পরিশোধ করতে পারছেন না। অথচ স্কুল কর্তৃপক্ষ নানা অজুহাতে বকেয়া পরিশোধের জন্য প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছে। বকেয়া পরিশোধ করতে না পারলে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে তোলা হবে না বলেও হুমকি দেওয়া হচ্ছে। তাই ৫০ শতাংশ বকেয়া ছাড় দিয়ে সুবিধা মতো সময়ে টিউশন ফি পরিশোধের দাবিতে রাস্তায় নেমেছেন তাঁরা। হান্নান তালুকদার নামে এক অভিভাবক বলেন, ‘টিউশন ফি আদায়ের জন্য বিভিন্ন সময় অনলাইনে পরীক্ষার আয়োজন করছে স্কুলটি। টিউশন ফি পরিশোধের জন্য অনলাইন ক্লাসেই শিক্ষার্থীদের নানাভাবে কটূক্তি করা হচ্ছে। এ ছাড়া টিউশন ফি পরিশোধ না করলে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।’ অভিভাবকরা জানান, ফি কমানোর ব্যাপারে কথা বলতে গেলে খারাপ ব্যবহার করে শিক্ষকদের কক্ষ থেকে বের করে দেওয়া হচ্ছে। তাই পাঁচটি ব্রাঞ্চের ৪০ হাজার শিক্ষার্থীর অভিভাবকরা আন্দোলনে নেমেছেন।
মন্তব্য