kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

নর্থ সাউথে ইকোনফেস্ট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক   

২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনর্থ সাউথ ইউনিভার্সিটির ‘ইয়াং ইকোনমিস্টস’ ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হলো অর্থনীতিবিষয়ক অনুষ্ঠান ‘ইকোনফেস্ট’ এর পঞ্চম আসর। সম্প্রতি ফেসবুক লাইভে দুই দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।

এবারের আসর ছিল দুই পর্বের। প্রথম পর্বে ছিল আন্ত বিশ্ববিদ্যালয় গবেষণামূলক রচনা প্রতিযোগিতা ‘স্পিকোনমিক্স’। এই পর্বে বাংলাদেশের মহামারি মোকাবেলা নিয়ে শিক্ষার্থীরা গবেষণামূলক প্রবন্ধ তুলে ধরেন। এই পর্বে উত্তীর্ণ হয় আটটি দল। এই আট দল তাদের রচনা উপস্থাপন করে বিচারকদের কাছে। বিচারক ছিলেন নর্থ সাউথের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ তাজমিন ও এসএমজিটির সহকারী অধ্যাপক ড. সাকিব মাহমুদ। ইকোনফেস্টের দ্বিতীয় পর্বে ছিল অর্থনীতিবিদদের অংশগ্রহণে ‘এক্সপার্টস ডায়ালগ’। বিষয়বস্তু ছিল ‘নতুন স্বাভাবিকতা জয়’।  ইকোনফেস্টে প্রধান প্রযোজক ছিল এসিআই মোটর লিমিটেড। সহযোগী প্রযোজক ছিল ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, ডেটল, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, তরুণ, স্কিলহাব, দ্য ক্যাপসুল, বহুব্রীহি টেকনোলজিস লিমিটেড ও স্মার্টিফাইয়ার একাডেমি। সহযোগিতায় ছিল ব্যাংক এশিয়া, বাংলালিংক, ভিট-মেন ও গোটি লজিস্টিকস। প্রিন্ট মিডিয়া সহযোগী ছিল কালের কণ্ঠ ও ডেইলি সান।

মন্তব্যসাতদিনের সেরা