নওগাঁর বদলগাছীতে মন্দির পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি। গতকাল শনিবার বিকেল ৪টায় বদলগাছী কেন্দ্রীয় মন্দির ও আশ্রম পরিদর্শন শেষে শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট রাজশাহীর ট্রাস্টি বাবু তপন কুমার সেন ও বদলগাছী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দিন। আরো বক্তব্য দেন বদলগাছী পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবপ্রসাদ দেশমুখ্য ও বদলগাছী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক তপন কুমার মণ্ডল। এ সময় আরো উপস্থিত ছিলেন বদলগাছী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেওয়ান আব্দুর রহিম, থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ মো. আয়েন উদ্দিন প্রমুখ।
মন্তব্য