kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

সাংবাদিক প্লাবনসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক   

২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনির্যাতন, যৌতুক দাবি ও ভ্রুণ হত্যার অভিযোগে সাংবাদিক সাজিদা ইসলাম পারুলের করা মামলায় আরেক সাংবাদিক রেজাউল করিম প্লাবনসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক সুব্রত দেবনাথ অভিযোগপত্র দাখিল করেন। মামলার অন্য আসামিরা হলেন প্লাবনের বড় ভাই এম এ আজিজ, ছোট ভাই এস এম নিজাম, বাবা সামছুল হক ও মা রিজিয়া খাতুন। গত ১১ মে যৌতুক, নির্যাতন ও ভ্রুণ হত্যার অভিযোগে প্লাবনের বিরুদ্ধে মামলা করেন পারুল।

মন্তব্যসাতদিনের সেরা