kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

যাত্রী ও লঞ্চ কর্মীদের মধ্যে হাতাহাতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে যাত্রীদের সঙ্গে লঞ্চ স্টাফদের ধাওয়াধাওয়ি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। মাওয়া নৌ পুলিশের আইসি পরিদর্শক সিরাজুল কবীর জানান, বৈরী আবহাওয়ার কারণে নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত থাকায় শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে শুক্রবার সকাল থেকেই লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। দক্ষিণবঙ্গে যাওয়ার জন্য শত শত যাত্রী ঢাকা থেকে ঘাটে আসলেও নৌযান বন্ধ থাকায় তারা শিমুলিয়া ঘাটে আটকে পড়ে। নদী পার হতে না পেরে সন্ধ্যার দিকে তারা অধৈর্য হয়ে ঘাটে নোঙরে থাকা লঞ্চ স্টাফদের ওপর চড়াও হয়। এ সময় বিক্ষুব্ধ যাত্রীরা বেশ কয়েকটি লঞ্চে ভাঙচুর করে। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে। পরে লঞ্চগুলো ঘাট থেকে সরিয়ে অন্যত্র নোঙর করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা