kalerkantho

শুক্রবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৭। ৪ ডিসেম্বর ২০২০। ১৮ রবিউস সানি ১৪৪২

ভুলে গফরগাঁওয়ে পরে বাড়ি ফেরা হেলিকপ্টারে

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্রাহ্মণবাড়িয়ার যুবক আলাউদ্দিন রাজধানী থেকে ভুল ট্রেনে ময়মনসিংহের গফরগাঁওয়ে চলে গিয়েছিলেন। পরে হেলিকপ্টারে চড়ে গন্তব্যে রওনা দেন।

আলাউদ্দিনের বরাত দিয়ে গফরগাঁওয়ের লোকজন জানায়, সুইজারল্যান্ডফেরত আলাউদ্দিন গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার জন্য রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অপেক্ষায় ছিলেন। কিন্তু তিনি ভুল করে ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচলকারী তিস্তা এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন। পরে ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলে তিনি ভুল বুঝতে পারেন এবং গফরগাঁও রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির সময় নেমে যান। পরে তিনি প্রাইভেট হেলিকপ্টারের ব্যবস্থা করেন।

মন্তব্য