kalerkantho

সোমবার । ৮ অগ্রহায়ণ ১৪২৭। ২৩ নভেম্বর ২০২০। ৭ রবিউস সানি ১৪৪২

রাঙ্গাবালীতে স্পিডবোট ডুবে নিখোঁজ ৫

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপটুয়াখালীর রাঙ্গাবালীর আগুনমুখা নদীতে গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি যাত্রীবাহী স্পিডবোটডুবির ঘটনা ঘটেছে। চালকসহ ১৩ যাত্রী জীবিত উদ্ধার হলেও এখনো পাঁচজন নিখোঁজ রয়েছে।

জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাট থেকে ১৭ যাত্রীসহ আহম্মেদ এন্টারপ্রাইজের মালিকানাধীন একটি স্পিডবোট গলাচিপার পানপট্টির উদ্দেশে ছেড়ে যায়। পথিমধ্যে আগুনমুখা নদীর মাঝখানে ঢেউয়ের তোড়ে তলা ফেটে চালকসহ ১৭ যাত্রী তলিয়ে যায়। পরে দেড় ঘণ্টা পর দুটি স্পিডবোট উদ্ধার অভিযান চালিয়ে চালকসহ ১৩ যাত্রীকে জীবিত উদ্ধার করে। কিন্তু  পাঁচজন এখনো নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ যাত্রীরা হলেন পুলিশ সদস্য মহিবুল্লাহ (৪৫), এনজিও কর্মী মোস্তাফিজ (৩৫), কবির হোসেন (২৮),  হাসান (৩৫) ও ইমরান (৩৪)।

উদ্ধার হওয়া রাঙ্গাবালীর বাহেরচর কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন, ‘প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে স্পিডবোটের সামনের অংশের তলা ফেটে যায়। আমরা বারবার চালককে স্পিডবোট ঘুরিয়ে ঘাটে নিয়ে আসতে বলেছি। কিন্তু তিনি আমাদের কথা শোনেননি।’ কোড়ালিয়া-পানপট্টি নৌপথের আহম্মেদ এন্টারপ্রাইজের কোড়ালিয়া ঘাটের ব্যবস্থাপক বশির উদ্দিন বলেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে।

মন্তব্য