kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

বিদেশি শ্রমিক কমাবে কুয়েত

প্রভাব পড়বে বাংলাদেশিদের ওপরও

কূটনৈতিক প্রতিবেদক   

২২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅভিবাসী শ্রমিক কমিয়ে আনতে কুয়েতের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে একটি আইন পাস হয়েছে। এর ফলে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশ, ভারত, মিসর, ফিলিপাইন, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল ও ভিয়েতনামের কর্মীসংখ্যা উল্লেখযোগ্য হারে কমাতে হবে। এর ফলে বহু অভিবাসী শ্রমিক কাজ হারাতে যাচ্ছেন।

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ গত জুন মাসে ঘোষণা দিয়েছিলেন, তাঁর দেশে অভিবাসীর সংখ্যা ৭০ শতাংশ থেকে ৩০ শতাংশে নামিয়ে আনা হবে। তাঁর ওই ঘোষণার পরই সরকার নতুন এই অভিবাসী আইন তৈরির পদক্ষেপ নেয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইনে কুয়েতে অভিবাসী শ্রমিকের সংখ্যা কমানোর ক্ষেত্রে সরকারকে এক বছরের সময় বেঁধে দেওয়া হচ্ছে। ৪৮ লাখ জনসংখ্যার দেশ কুয়েত অভিবাসী শ্রমিকদের ওপর নির্ভরশীল। গত কয়েক দশকে দেশটিতে পাড়ি জমানো দক্ষ ও অদক্ষ শ্রমিকের সংখ্যা প্রায় ৩৪ লাখ। নতুন আইনের কারণে অনেক অভিবাসী শ্রমিককে এখন বাধ্য হয়ে কুয়েত ছেড়ে দেশে পাড়ি জমাতে হবে।

গত জুলাই মাসে কুয়েতের পার্লামেন্টে পাস হওয়া আইন অনুযায়ী, দেশটিতে ভারতীয় অভিবাসীর সংখ্যা ১৫ শতাংশ এবং মিসর, ফিলিপাইন ও শ্রীলঙ্কার অভিবাসীর সংখ্যা ১০ শতাংশের বেশি হতে পারবে না। নতুন আইনে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও ভিয়েতনাম থেকে আসা অভিবাসীর সংখ্যা ৫ শতাংশের ওপরে যেতে পারবে না।

ব্লুমবার্গ জানায়, কুয়েতে অভিবাসী ইস্যু অনেক পুরনো। কুয়েতের আইন প্রণেতারা বিদেশি শ্রমিক কমিয়ে কুয়েতের নাগরিকদের কর্মক্ষেত্রে নিয়োগের জন্য সরকারকে চাপ দিচ্ছিলেন। তবে কুয়েতের তেলনির্ভর অর্থনীতির গতিশীলতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন অভিবাসী শ্রমিকরা। কভিড মহামারির কারণে তেলের দাম কমে যাওয়ায় কুয়েতের অর্থনীতিতে ধস নেমেছে। অর্থনীতি সক্রিয় রাখতে এবং দেশে অভিবাসীদের সংখ্যায় ভারসাম্য আনতেই নতুন আইন প্রণয়ন করা হয়েছে।

এমপি পাপুলকে আদালতে তোলা হবে আজ : এদিকে আটক লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী সহিদ ইসলাম পাপুলকে আজ বৃহস্পতিবার কুয়েতের আদালতে তোলা হতে পারে। এমপি পাপুল কুয়েতে প্রায় সাড়ে চার মাস ধরে আটক আছেন। তাঁর বিরুদ্ধে অর্থপাচার, ঘুষ প্রদান, শ্রমিক নিপীড়নসহ বিভিন্ন অভিযোগ আছে। এ মাসের শুরুতেই পাপুলকে আদালতে তোলার কথা ছিল। তবে কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের জন্য তা পিছিয়ে যায়।

মন্তব্যসাতদিনের সেরা