kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

স্থানীয় নির্বাচনের ফল প্রত্যাখ্যান পুনরায় ভোট দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক   

২২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশজুড়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনের ঘোষিত ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। একই সঙ্গে পুনর্নির্বাচন দাবি করা হয়েছে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে চলতি দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স দলের পক্ষে দাবি তুলে ধরেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, শিরিন সুলতানা, তাইফুল ইসলাম টিপু, হারুনুর রশীদ, রফিক হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রিন্স বলেন, গত মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত নির্বাচনে সরকারদলীয় সন্ত্রাসীদের তাণ্ডব, ভোট সন্ত্রাস, কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, গণহারে ব্যালট পেপারে সিল মারা, বিএনপির এজেন্টদের বের করে দেওয়া, সাধারণ ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। একতরফাভাবে সরকারি দলের প্রার্থীদের বিজয়ী করতেই এমন অপকৌশলের আশ্রয় নেওয়া হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা