kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

হিন্দু সম্প্রদায়কে সহযোগিতার আশ্বাস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহিন্দু সম্প্রদায়কে সহযোগিতার আশ্বাস

হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নিজেদের একা না ভাবার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। ওই সম্প্রদায়ের লোকজনকে ন্যায্য সব বিষয়ে সার্বিক সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত শারদ সম্মাননা ও মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী ঢাকা থেকে ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক। আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার। এরই আলোকে সব সময় পূজা উদযাপন হয়ে থাকে।’

মন্তব্যসাতদিনের সেরা