kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

২৪ ঘণ্টায় আরো ২৪ জনের মৃত্যু

নতুন শনাক্ত ১,৫৪৫ সুস্থ ১,৭০৪ জন

নিজস্ব প্রতিবেদক   

২২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২৪ ঘণ্টায় আরো ২৪ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে এক হাজার ৫৪৫ জন, আর সুস্থ হয়েছে এক হাজার ৭০৪ জন। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে তিন লাখ ৯৩ হাজার ১৩১ জন, মারা গেছে পাঁচ হাজার ৭২৩ জন, সুস্থ হয়েছে তিন লাখ আট হাজার ৮৪৫ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, ২৪ ঘণ্টার হিসাবে শনাক্তের হার ১০.৯৭ শতাংশ, মোট শনাক্তের হার ১৭.৮২ শতাংশ, সুস্থতার হার ৭৮.৫৬ শতাংশ, মৃত্যুহার ১.৪৬ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৯ জন পুরুষ, পাঁচজন নারী। তাদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের দুজন, ৫১ থেকে ৬০ বছরের আটজন, ষাটোর্ধ্ব ১৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগের ১৭ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে দুজন, খুলনা ও রংপুরে একজন করে মারা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা