kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

নর্থ সাউথের শিক্ষার্থীদের দাবি মেনে ২০ শতাংশ ফি মওকুফ

নিজস্ব প্রতিবেদক   

২১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে চলতি সেমিস্টারে তাঁদের ২০ শতাংশ ফি মওকুফ করা হচ্ছে। মোট চার খাতের ফি মওকুফ করা হচ্ছে। এর মধ্যে টিউশন ফি ওয়েভার দেওয়া হচ্ছে ১০ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। করোনা পরিস্থিতিতে গত সেমিস্টারে বিশ্ববিদ্যালয়টি টিউশন ফিতে ২০ শতাংশ ছাড় দিয়েছিল। আসন্ন সেমিস্টারে এই ছাড় বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সে অনুসারে শুরু হয় ভর্তি কার্যক্রম। এর মধ্যে টিউশন ফি কমানোর দাবিতে শিক্ষার্থীরা গত রবি ও সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এ পরিস্থিতিতে ফি কমানোর সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিকদের জানান, কর্তৃপক্ষ এই সেমিস্টারের জন্য চার ধরনের ফি আদায় পুরোপুরি বাতিল করেছে। এগুলো হচ্ছে—বিজ্ঞান ও কম্পিউটার ল্যাবরেটরি চার্জ, স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং লাইব্রেরি ফি। এসব ফি মোট চার্জের ১০ শতাংশ। এ ছাড়া টিউশন ফির ওপর ১০ শতাংশ ওয়েভারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি)।

মন্তব্যসাতদিনের সেরা