কবরে রাখার আগেই নড়ে উঠেছিল নবজাতকটি। অথচ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেছিলেন। এই ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘ওই ঘটনায় চিকিত্সকদের অবহেলা ছিল না। জন্মের পর শিশুর স্পন্দন ছিল না। তাঁরা ৪৫ মিনিট শিশুটিকে অবজারভেশনে রেখেছিলেন। তার পরও কোনো স্পন্দন না পেয়ে মৃত ঘোষণা করা হয়। যেহেতু শিশুটি কবরস্থানে গিয়ে নড়ে, তাই শিশুটি জীবিত আছে। এ কারণেই বিষয়টি ভালোভাবে দেখতে কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে নবজাতক ইউনিটের প্রধান অধ্যাপক ডা. মনিষা ব্যানার্জিকে।’
ডা. মনিষা ব্যানার্জি সাংবাদিকদের বলেন, সাধারণত ২৮ সপ্তাহের নিচে কোনো শিশু ভূমিষ্ঠ হলে তাকে বাঁচানো সম্ভব হয় না। এই শিশু ভূমিষ্ঠ হয়েছে ২৬ সপ্তাহে। অক্সিজেনের পাশাপাশি তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।’
মন্তব্য