kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

‘ভোট ডাকাতির’ প্রতিবাদে বিক্ষোভ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক   

২১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশির ভাগ ক্ষেত্রেই কারচুপি ও ভোট ডাকাতি ঘটেছে, অভিযোগ করে বিএনপি ওই সব এলাকায় আজ বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স গতকাল সাংবাদিকদের এ কথা জানান।

এমরান সালেহ বলেন, দেশের বিভিন্ন জায়গায় উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেশির ভাগ জায়গাতে বিএনপি সমর্থিত প্রার্থী ও তাঁদের সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। বিএনপির নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। সর্বোপরি ভোট ডাকাতি ও কারচুপি করা হয়েছে। এ কারণে ওই সব এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করা হবে। তবে যেসব এলাকায় নির্বাচন কমিশনের সমাবেশ পালনের নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় নেতারা তাঁদের সুবিধা মতো কর্মসূচি পালন করবেন।

 

মন্তব্যসাতদিনের সেরা