kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

২৪ ঘণ্টায় আরো ১৮ জনের মৃত্যু

নতুন শনাক্ত ১৩৮০ সুস্থ ১৫৪২ জন

নিজস্ব প্রতিবেদক   

২১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে করোনায় আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু ঘটেছে গত ২৪ ঘণ্টার হিসাবে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গতকাল মঙ্গলবার বিকেলে। একই সময় নতুন শনাক্ত হয়েছে এক হাজার ৩৮০ এবং সুস্থ হয়েছে এক হাজার ৫৪২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে শনাক্ত হয়েছে তিন লাখ ৯১ হাজার ৫৮৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছে তিন লাখ সাত হাজার ৭৪১ ও মারা গেছে পাঁচ হাজার ৬৯৯ জন। ২৪ ঘণ্টার হিসাবে শনাক্তহার ১০.১৪ শতাংশ ও মোট শনাক্তহার ১৭.৮৬ শতাংশ। সুস্থতার হার ৭৮.৪৪ শতাংশ ও মৃত্যুহার ১.৪৬ শতাংশ।

এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও চারজন নারী। তাদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের দুজন, ৫১ থেকে ৬০ বছরের পাঁচজন এবং ষাটোর্ধ ১১ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের তিনজন, খুলনা বিভাগের একজন এবং রংপুর বিভাগের দুজন।

মন্তব্যসাতদিনের সেরা