সংবিধানে অন্তর্ভুক্ত ৭ই মার্চের ভাষণ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছে তথ্য মন্ত্রণালয়। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণটি যেভাবে দিয়েছিলেন, সংবিধানে সেই ভাষণটি ঠিক সেইভাবে অন্তর্ভুক্ত করা হয়নি—এমন অভিযোগের ভিত্তিতে করা রিটে উচ্চ আদালত কমিটি গঠন করতে দিয়েছিলেন। কমিটি আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে তথ্যসচিবের কাছে প্রতিবেদন দাখিল করবে।
সাত সদস্যের এই কমিটির সভাপতি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান, ইতিহাসবিদ ও সাহিত্যিক ড. মুনতাসীর উদ্দিন খান মামুন এবং বাংলাদেশ বেতারের সাবেক উপমহাপরিচালক আশফাকুর রহমান খান।
মন্তব্য