kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

মা ইলিশ রক্ষায় ‘ওপরে-নিচে’ যৌথ বাহিনীর টহল

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমা ইলিশ রক্ষায় পদ্মায় যৌথ অভিযান চালিয়েছে বিমানবাহিনী ও নৌ পুলিশ। এর মধ্যে হেলিকপ্টার দিয়ে টহল দেন বিমানবাহিনীর সদস্যরা। অন্যদিকে নৌ পুলিশের একটি দল পুরো পদ্মা চষে বেড়ায়। অভিযানে অন্তত ৬৭ লাখ মিটার জাল জব্দ করে সেগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়। আটক করা হয় ছয় জেলেকে। গত সোমবার রাত সাড়ে ১০টা থেকে গতকাল মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এই অভিযান চলে। নৌ পুলিশের বহরে নেতৃত্ব দেন অতিরিক্ত ডিআইজি মাহাবুবুর রহমান। অভিযানে নৌ পুলিশের পাঁচ এসপি ও মৎস্য বিভাগের এক উপসচিবের নেতৃত্বে ৮০ জনের একটি ফোর্স অংশ নেয়। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক জি এম সিরাজুল কবীর জানান, মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্ব দিয়ে নৌ পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি বিমানবাহিনী এই অভিযানে অংশ নেয়। অভিযানে ৯৪টি ট্রলার আটক করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা