ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন সমর্থকরা। গতকাল মঙ্গলবার ঢাকার দায়রা জজ আদালত চত্বরে কয়েক শ সমর্থক এই বিক্ষোভে অংশগ্রহণ করেন।
এর আগে সকাল ১০টার দিকে অ্যাম্বুল্যান্সে করে সম্রাটকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে গারদখানায় রাখা হয়। এরপর সকাল সোয়া ১১টার দিকে এজলাসে তোলা হয় তাঁকে। আদালত থেকে নামানো হয় দুপুর ১২টায় দিকে। তখন সম্রাটের সমর্থকরা তাঁর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এদিকে গতকাল ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত মাদক মামলায় আসামি সম্রাট ও এনামুল হক আরমান এবং অস্ত্র মামলায় একমাত্র আসামি সম্রাটের অভিযোগপত্র আমলে নেন।
মন্তব্য