kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

রোহিঙ্গা সংকট ব্যবস্থাপনা

যৌথ নেতৃত্বে একক কর্তৃপক্ষ প্রতিষ্ঠার দাবি

নিজস্ব প্রতিবেদক   

২১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরোহিঙ্গা সংকট মোকাবেলার জন্য তহবিল ব্যবস্থাপনায় স্থানীয় সরকার, সুধী সংগঠন (সিএসও), রোহিঙ্গা প্রতিনিধি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় (আরআরআরসি), জেলা প্রশাসক এবং ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের (আইএসসিজি) সমন্বয়ে একটি একক কর্তৃপক্ষ প্রতিষ্ঠার দাবি উঠেছে। রোহিঙ্গা সংকট নিরসনে কর্মরত ৫০টির বেশি সিএসও এবং এনজিও নেটওয়ার্ক নিয়ে গঠিত কক্সবাজার সিএসও-এনজিও ফোরাম (সিসিএনএফ) গতকাল মঙ্গলবার ওই দাবি জানায়। সিসিএনএফ নেতারা রোহিঙ্গা শরণার্থীদের অবিলম্বে মিয়ানমারে ফিরিয়ে নিতে ধনী দেশ ও জাতিসংঘের প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা