kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

চট্টগ্রামে শনাক্ত ২০ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে শনাক্ত ২০ হাজার ছাড়াল

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৭৪৮টি নমুনা পরীক্ষায় ৮২ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা ২০ হাজার ৫৫ জনে দাঁড়াল। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬.৯১ শতাংশ।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল শনিবার জানান, শনাক্ত ৮২ জনের মধ্যে নগরে ৭৫ জন এবং জেলায় সাত জন রয়েছে। এ পর্যন্ত চট্টগ্রামে শনাক্তদের মধ্যে নগরে ১৪ হাজার ৫৭১ জন এবং জেলায় পাঁচ হাজার ৪৮৪ জন রয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৩০১ জন। সুস্থ হয়েছে ১৫ হাজার ৭২১ জন। চট্টগ্রামে গত শুক্রবার পর্যন্ত এক লাখ ১৮ হাজার ৬২৮ নমুনা পরীক্ষা করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা