হাজারীবাগ ও কামরাঙ্গীর চর এলাকায় বুড়িগঙ্গা নদী দখলকারীদের নাম-ঠিকানা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে এ তথ্য আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশেষ জরিপ টিম গঠন করে সিএস/আরএস অনুসারে নদীর জায়গা চিহ্নিত করতে ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। এ জরিপ টিমে ঢাকা জেলা প্রশাসক ও বিআইডাব্লিউটিএর প্রতিনিধি রাখতে বলা হয়েছে। এই জরিপ পরিচালনায় ঢাকার পুলিশ কমিশনারকে সব ধরনের সহযোগিতা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।
মন্তব্য