শ্রেণিকক্ষের সিলেবাস অনলাইনে ছাত্র-ছাত্রীদের মাঝে সহজবোধ্য করার নানা কৌশল নিয়ে বিশেষ কর্মশালা আয়োজন করল রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। স্বাস্থ্যবিধি মেনে গত শনিবার প্রতিষ্ঠানের দিয়াবাড়ী স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এই বিশেষ কর্মশালায় প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক কথা বলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা কর্নেল (অব.) নুরন্ নবী। অনলাইনে মানসম্মত পাঠদানের নানা কৌশল নিয়ে কথা বলেন উপাধ্যক্ষ মেজর এম এইচ এম মঈনুদ্দিন (অব.), উপাধ্যক্ষ হেমায়েত উদ্দিন শিকদার, উপাধ্যক্ষ নুরুর রহমান, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাশেদ খান মেনন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য