kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

ভারতীয় চলচ্চিত্রকে ধর্ষণের জন্য দায়ী করল উলামা লীগ

নিজস্ব প্রতিবেদক   

১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাম্প্রতিককালে দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার পেছনে ভারতীয় চলচ্চিত্রকে দায়ী করেছে উলামা লীগসহ সমমনা ১৩ দল। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ১২ দফা দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে এ কথা বলা হয়। মানববন্ধনে নেতারা বলেন, দেশে বর্তমানে ধর্ষণ মহামারি আকারে ছড়াচ্ছে। এর পেছনে মূল কারণ স্মার্টফোনের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের প্রচার-প্রসার। দেশে ধর্ষণপ্রবণতা রুখতে হলে ভারতীয় চলচ্চিত্র, পর্নোগ্রাফি ইত্যাদি অবিলম্বে বন্ধ করতে হবে। তাঁরা বলেন, বাংলাদেশ থেকে হাজার হাজার টন ইলিশ পাঠানো হলেও ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে উল্টো ভারতীয় পচা মাংস পাঠিয়ে এ দেশের পোল্ট্রিশিল্প ধ্বংস ও জনস্বাস্থ্য হুমকিতে ফেলেছে। পরে সবাবেশ থেকে ১২ দফা দাবি জানানো হয়। মানববন্ধন সমন্বয় করেন বাংলাদেশ আওয়ামী উলামা লীগের সভাপতি পীরজাদা আলহাজ মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী।

মন্তব্যসাতদিনের সেরা