kalerkantho

শুক্রবার । ৮ মাঘ ১৪২৭। ২২ জানুয়ারি ২০২১। ৮ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

অভিনেত্রী তিশাসহ চারজনকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক   

১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিজয়া নামক একটি নাটকের মাধ্যমে সনাতনি সম্প্রদায়কে কটাক্ষ এবং ধর্মান্তরকরণ ও সাম্প্রদায়িকতা উসকে দেওয়ার অভিযোগে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাসহ চারজনের নামে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গতকাল সোমবার লিটন কৃষ্ণ দাসের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী সুমন কুমার রায়। অন্য তিনজন হলেন অভিনেতা ইরফান সাজ্জাদ, নাটক রচনাকারী সালেহ উদ্দীন সোয়েব চৌধুরী (গণমাধ্যমে প্রচার হওয়া নাম শোয়েব চৌধুরী) ও পরিচালক আবু হায়াত মাহমুদ ভুঁইয়া (গণমাধ্যমে প্রচার হওয়া নাম আবু হায়াত মাহমুদ)।

নোটিশে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ‘বিজয়া’ নাটকটির ট্রায়াল ভার্সন অনলাইনে প্রকাশিত হয়েছে। এটি দেখে সনাতন ধর্মাবলম্বীরা চরমভাবে মর্মাহত হয়েছে। নাটকটি সনাতনি সম্প্রদায়ের অনুভূতিতে সুপরিকল্পিতভাবে আঘাত করেছে। লিগ্যাল নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে নাটকটি প্রত্যাহার করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি বিনীত অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে আদালতের আশ্রয় নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা