kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

ধর্ষণ বন্ধে কঠোর আইন প্রয়োগের প্রয়োজন আছে

নিজস্ব প্রতিবেদক   

১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেধর্ষণ বন্ধে কঠোর আইন প্রয়োগের প্রয়োজন আছে

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ধর্ষণের সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে এদের (অপরাধী) মধ্যে একটা ভীতিও থাকতে পারে।’

গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ভারতের হাইকমিশনারের সাক্ষাতের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তিস্তার পানিবণ্টন ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি বলেছেন। সড়ক যোগাযোগ উন্নয়নে ভারতের ঋণ সহায়তায় বেশ কিছু প্রকল্পের কাজ চলছে, এসব বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। যেখানে যেখানে সমস্যা আছে, সেটা সমাধানের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছি।’

ভারতের সঙ্গে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে ইতিবাচক অগ্রগতি আছে। এ মুহৃর্তে চালু হচ্ছে, সেটা বলা যাবে না।’

মন্তব্যসাতদিনের সেরা